প্রকাশিত: Mon, Jan 8, 2024 9:40 PM আপডেট: Tue, Jan 27, 2026 2:22 AM
[১]আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রিপরিষদ গঠন হতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আনিস তপন: [২] সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
[৩] তিনি বলেন, কমিশন শক্ত অবস্থান নেওয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে এবারের নির্বাচন । প্রার্থীরা যে যেভাবে এলাকায় সময় দিয়েছেন ভোটাররা নির্বাচনে সেই প্রতিফলন ঘটিয়েছেন।
[৪] প্রতিমন্ত্রী বলেন, সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। এজন্য অর্থ বিভাগের সহযোগিতা লাগবে। তাছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কাজ করতে হবে এবং বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে।
[৫] ভোটের উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪০ শতাংশ ভোট খুবই সন্তোষজনক। এমন পরিস্থিতিতে এটা ব্যাপক ভোট। অনেক দেশে তো সাত শতাংশ ভোট পড়ে না।
[৬]নির্বাচন পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সকাল থেকে মানুষ ভোট দেওয়ার জন্য উৎসুক ছিল, বলা যেতে পারে একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা বাদে খুবই সুষ্ঠুভাবে ভোটাভুটি হয়েছে।
[৭]নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি নির্বাচন কমিশন প্রচণ্ড চাপের মধ্যে ছিল। বিভিন্ন রাজনৈতিক ইস্যু ছিল। তার আগে সন্ত্রাসী কার্যকলাপ ছিল। বৃহৎ একটি দল বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসী কার্যকলাপ করছে। তাদের বিভিন্ন বক্তব্যে লক্ষ্য করেছি তাদের মধ্যে প্রচণ্ড চাপ ছিল। এবার নির্বাচন কমিশন খুবই প্রোফেশনাল ওয়েতে কাজ করেছে।
[৮]বিরোধী দল কে হবে? এমন প্রশ্নের জবাবে বিপু বলেন, অবশ্যই সংবিধান অনুযায়ী তা লাঙ্গল মার্কা হবে। বাকি স্বতন্ত্ররা থাকবেন। তাছাড়া পরিস্থিতিতে বোঝা যাবে সামনের রাজনীতি কোন দিকে যায়। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট